হোম > সারা দেশ > নরসিংদী

সাবেক স্বামীর দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন লতাও

ঢামেক ও রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ লতা আক্তারও (৩২) মারা গেলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ হয়ে গত সোমবার তাঁর সাবেক স্বামী খলিলুর রহমানের মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. লতার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

লতার চাচা ফারুক মিয়া বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালে লতার মৃত্যু হয়। হাসপাতালের সব প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।’

লতা আক্তার জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করতেন। তাঁর সাবেক স্বামী খলিলুর রহমান (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে।

মরজাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিন ভূঁইয়া বলেন, ‘লতার পরিবার সূত্রে জানতে পেরেছি, আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেলাম, লতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপর লতার পরিবারের পক্ষ থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল।’

লতার খালু ফরহাদ হোসেন বলেন, ‘লতা ঢাকায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বেসরকারি একটি হাসপাতালে কর্মরত ছিলেন। দুই বছর আগে নিজের পছন্দে তিনি খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। কিছুদিন পর লতা জানতে পারেন, খলিল পেশায় একজন গাড়িচালক। বিষয়টি লতা মেনে নিতে পারেননি। তাই স্বামীকে সম্প্রতি ডিভোর্স দেন তিনি। এ ঘটনায় খলিল ক্ষিপ্ত হয়ে লতার বাড়িতে এসে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেও দগ্ধ হন। এলাকাবাসী দুজনকে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রোববার সন্ধ্যায় লতাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।’

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির