হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত নজরুল ইসলামের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় মামলা করা হয়। দায়েন মিয়া নামে এক অটোচালককে প্রধান আসামি করা হয়েছে। 

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।’  

মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়া জন্য সিএনজি ভাড়া করে। এ সময় স্ট্যান্ডে থাকা অপর সিএনজি চালক তাকে নামিয়ে লাইনে থাকা সিএনজি দিয়ে যেতে বলে। তখন চালক ও স্ট্যান্ডের লোকজনদের সঙ্গে সে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। 

এক পর্যায়ে সিএনজি চালক দায়েন মিয়ার নেতৃত্বে তাকে মারধর ও পিটিয়ে আহত করে। পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা