হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে সাইকেল রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে ফুডপান্ডার এক রাইডারের সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানায় গুলশান থানা-পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ফুডপান্ডার এক কর্মী গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে সাইকেল রাখলে বিরিয়ানি হাউসের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফুডপান্ডার ওই কর্মী আরও লোকজন নিয়ে সেখানে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছে তাঁরা।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আরাফাতুল হক খান আজকের পত্রিকাকে বলেন, সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাঁরা থানায় একটি অভিযোগ দিয়েছে। তবে তাঁরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে সমাধানের জন্য আলোচনা করছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট