হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে সাইকেল রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে ফুডপান্ডার এক রাইডারের সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানায় গুলশান থানা-পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ফুডপান্ডার এক কর্মী গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে সাইকেল রাখলে বিরিয়ানি হাউসের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফুডপান্ডার ওই কর্মী আরও লোকজন নিয়ে সেখানে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছে তাঁরা।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আরাফাতুল হক খান আজকের পত্রিকাকে বলেন, সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাঁরা থানায় একটি অভিযোগ দিয়েছে। তবে তাঁরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে সমাধানের জন্য আলোচনা করছে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ