হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাসিক মেয়রের বাড়ির সামনে অবস্থান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধসহ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জায়েদা খাতুনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

কারখানা শ্রমিকেরা জানান, আজ সকাল ৮টায় তাঁরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর শ্রমিকদের কয়েকজন বেতন পরিশোধের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ১০ মিনিট পর তাঁরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ডবাজারের হারিকেন এলাকায় গাসিক মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।

কারখানার শ্রমিকেরা বলেন, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘পাঁচ দিন ধরে বেতন পরিশোধের তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি মালিকের সঙ্গে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নেবেন।’

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করছে না। আজ দুপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ১২টার দিকে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন