হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের কথাবার্তা চলছিল, বাজার থেকে ফিরে বাবা পেলেন মেয়ের ঝুলন্ত লাশ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগ রাজরবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হোসনে আরা শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে। সবুজবাগ রাজারবাগের বাসার ছয়তলায় ভাড়া থাকতেন।

হোসনে আরার বোন সুফিয়া আক্তার জানান, তাঁর বোন কিছু করতেন না। প্রায় সারা দিন বাসাতেই থাকতেন। পাঁচ বোনের মধ্যে হোসনে আরা দ্বিতীয়। তাঁর বিয়ের ব্যাপারে কথা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে মন খারাপ করে থাকতেন।

আজ সকালে বাবা আরেক ছোট বোনকে নিয়ে বাজারে যার। ফিরে এসে হোসনে আরার কক্ষ ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন হোসনে আরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন জানান, খবর পেয়ে সকালে সবুজবাগের বাসা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুনী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন। পরিবার সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন, বিয়ের কথাবার্তা নিয়ে মন খারাপ ছিল তাঁর। এই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার