হোম > সারা দেশ > ঢাকা

সাভারে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

সাভার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার সাভারে রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এই সংঘর্ষ ঘটে। আহতরা হলেন শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ ও জহিরুল ইসলাম। তাঁরা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা। তাঁদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি সরু কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। রাস্তার কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন জমির ওপর হওয়ায় সম্প্রতি মালিক আবুল হোসেন তাতে দেয়াল নির্মাণ করেন। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে ওই দেয়াল ভেঙে ফেলে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার দিকে আবুল হোসেনের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ অন্য পক্ষের। পরে পুলিশের উপস্থিতিতে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় ইট ছোড়ে দুই পক্ষ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান বলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখনই আবুল হোসেনের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষ হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই