হোম > সারা দেশ > ঢাকা

সাভারে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

সাভার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার সাভারে রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এই সংঘর্ষ ঘটে। আহতরা হলেন শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ ও জহিরুল ইসলাম। তাঁরা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা। তাঁদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি সরু কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। রাস্তার কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন জমির ওপর হওয়ায় সম্প্রতি মালিক আবুল হোসেন তাতে দেয়াল নির্মাণ করেন। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে ওই দেয়াল ভেঙে ফেলে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার দিকে আবুল হোসেনের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ অন্য পক্ষের। পরে পুলিশের উপস্থিতিতে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় ইট ছোড়ে দুই পক্ষ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান বলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখনই আবুল হোসেনের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষ হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ