হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৫ টাকায় মিলবে লাখ টাকা, ঋণ পেতে নারী-পুরুষের ভিড়

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে সহজ কিস্তিতে এক লাখ টাকা ঋণ পেতে নারী-পুরুষেরা পাঁচ টাকা দিয়ে ফরম পূরণ করছেন। ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ লেখা লিফলেট দেখিয়ে তাঁদের থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে। সদস্য করতে নেওয়া হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর। এক মাস ধরে এ চিত্র দেখা যাচ্ছে ভৈরব বাজারের ঋষিপট্টি এলাকায়। 

আজ বুধবার সরেজমিন দেখা যায়, ভৈরব বাজারের ঋষিপট্টির রাস্তার মোড়ে কয়েকজন নারী টেবিল নিয়ে বসে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নারী-পুরুষের কাছ থেকে জনপ্রতি ৫ টাকা করে নিয়ে সদস্য সংগ্রহ করছেন। তাঁদের লক্ষ্য ২ লাখ সদস্য সংগ্রহ করতে হবে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ ফরম পূরণ করেছেন।

সদস্য হওয়ার পর লটারির মাধ্যমে সদস্যদের ১ লাখ টাকা করে লোন দেওয়া হবে। তবে লোনের টাকা কবে নাগাদ পাওয়া যাবে তার কোনো নির্দিষ্ট সময় বলতে পারছে না সদস্য সংগ্রহকারীদের কেউ। তবে এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে কিছুটা আতঙ্কে লোকজন। 

এক লাখ টাকা লোন পেতে গত এক মাস যাবৎ সকাল থেকে বিকেল পর্যন্ত নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছে ঋষিপট্টির রতন বর্মণের বাড়ির সামনে। রতন বর্মণ পেশায় মুচি। 
 
সদস্য হতে আসা ছালেহা বেগম বলেন, ‘আমরা জানতে পেরেছি ঋষিপট্টিতে রতন বর্মণ নামের জনৈক ব্যক্তি পাঁচ টাকা দিয়ে একটি ফরম পূরণ করলে পরবর্তীকালে তাকে এক লাখ টাকা করে বিনা সুদে লোন দেওয়া হবে। তাই আমরা অনেক দূর থেকে লোন পাওয়ার আশায় এখানে এসেছি।’

সদস্য হতে আসা আরেকজন মোরশেদ মিয়া বলেন, ‘এখানে এসে দেখি সব ওলট-পালট। আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে রিকশা-অটোরিকশা দিয়ে এখানে আসা আর সময় নষ্ট দুটোই বিফলে গেছে।’ 

জালাল উদ্দিন বলেন, ‘আমরা ফরম পূরণের সময় এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়েছি। জানি না পরবর্তী সময়ে এই ফটোকপি দিয়ে কী করা হবে।’ 

টাকা উত্তোলনকারী শেউলি দাশ বলেন, ‘রতন আমাদের বলেছে, ‘‘জনপ্রতি ৫ টাকা করে নিয়ে ২০ লাখ লোকদের সদস্য ফরম পূরণ করতে হবে। তাহলে তোমরা অনেক টাকা রোজি করতে পারবে।” আমরা যেহেতু ঘরে বসে থাকি তাই ভাবলাম কাজটা মন্দ না। প্রতিদিন কিছু লোকের ফরম পূরণ করে দিয়ে ভালো একটা টাকা রোজি করতে পারি।’

বিপাশা নামের আরেক কর্মী বলেন, ‘আমি গত কয়েক দিনে ৮ হাজার টাকা সদস্য ফরম পূরণ করে দিয়েছি। তার মধ্য থেকে রতনকে ২ হাজার ২০০ টাকা দিয়েছি আর বাকি টাকা আমি নিজে রেখেছি।’ 

এ বিষয়ে রতনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মাধবদীর আবুল বাশার নামের এক ব্যক্তি আমাকে দায়িত্ব দিয়েছেন ভৈরব থেকে ২০ লাখ সদস্য সংগ্রহ করে দিতে। সদস্য হওয়ার পর প্রত্যেকে লটারির মাধ্যমে এক লাখ টাকা করে লোন পাবে। বিনিময়ে লোন গ্রহীতাদের কাছ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দীর্ঘমেয়াদি সময়ে এ লোনের টাকা কর্তন করা হবে।’

লিফলেটে ‘বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার’ নামের পাশে লেখা মোবাইল নম্বরে ফোন করলে তিনি বলেন, ‘আমাদের সংগঠনের নামে কোনো টাকাপয়সা লেনদেনের নিয়ম নেই। সদস্য করার নামে যদি কেউ কারও কাছ থেকে টাকাপয়সা নেয়, তাহলে আপনারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করুন।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান সবুজ বলেন, কোনো সংগঠনের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে যদি কেউ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে, তাহলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট