গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লবণবাহী ডাম্প ট্রাক উল্টে অটোরিকশায় থাকা দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী একটি ডাম্প ট্রাক মহাসড়কের এমসি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের ওপর গিয়ে উঠে পড়ে। পরে এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমাণ একটি অটোরিকশার ওপর উল্টে যায়।
উপপরিদর্শক আরও বলেন, এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারও পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।