রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে চলছে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। আজ রোববার এই কর্মসূচির তৃতীয় দিনে থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও নাট্য উপস্থাপন। আজ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিস্তৃত এই আয়োজনে সংগীত, আবৃত্তি, আলোচনা ও নাটকের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী দিনগুলোর স্মৃতিচারণ করা হচ্ছে।
আজ প্রথম অধিবেশন শুরু হয় নিরায়ণ হোছাইনের উপস্থাপনায়। এরপর ছিল তিলাওয়াত ও হামদের পরিবেশনা। এরপর সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠীর সমন্বয়ে গান, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়।
‘জুলাই অনিনয়’ এর নাট্য পরিবেশনার মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।
এছাড়া দিনব্যাপী আরও নানা আয়োজনের মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হবে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণের তৃতীয় দিনের কর্মসূচি।