হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা: এএজি-এপিপিসহ ২৯ জনের নামে হত্যা মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিক (২২) হত্যার ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেলসহ (এএজি) ২৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ রোববার নিহতের মা রিতা আক্তার বাদী হয়ে থানায় মামলাটি করেন।

এর আগে (শনিবার) হত্যাকাণ্ডের পর শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নান নামের দুজনকে পুলিশ আটক করেছে। আজ তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

আসামিরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, নিহত আশিকের মা রিতা বাদী হয়ে ২৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করা হয়। এর বিরুদ্ধে কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত টিম শনিবার প্রতিষ্ঠান আসে।

এ সময় মমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খানসহ এলাকার লোকজনের উপস্থিতিতে স্কুলমাঠে তদন্তের কাজ শুরু করা হয়। পরে ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন, সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবকের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ হয়। এতে আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০-১২ জন আহত হন।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না