হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ জহিরুল ইসলাম লিটন নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। 

আজ রোববার দুপুরে আগ্নেয়াস্ত্রসহ লিটনকে শ্রীপুর থানা-পুলিশে সোপর্দ করেন র‍্যাব সদস্যরা। লিটনের বাড়ি বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায়। তাঁর নামে ঢাকার বিভিন্ন থানাসহ শ্রীপুরে একাধিক মামলা রয়েছে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। 

লিটনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি জানান, র‍্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে লিটনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে অস্ত্র মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। 

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘গ্রেপ্তার লিটন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের চলতি কমিটির সদস্য। তবে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা তা আমাদের জানা নাই। এ বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

শ্রীপুর থানা-পুলিশ জানায়, র‍্যাব-১ এর উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজবাড়ির একটি টিনশেড ঘর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে আজ রোববার গ্রেপ্তার লিটনকে শ্রীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’