হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ জহিরুল ইসলাম লিটন নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। 

আজ রোববার দুপুরে আগ্নেয়াস্ত্রসহ লিটনকে শ্রীপুর থানা-পুলিশে সোপর্দ করেন র‍্যাব সদস্যরা। লিটনের বাড়ি বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায়। তাঁর নামে ঢাকার বিভিন্ন থানাসহ শ্রীপুরে একাধিক মামলা রয়েছে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। 

লিটনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি জানান, র‍্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে লিটনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে অস্ত্র মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। 

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘গ্রেপ্তার লিটন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের চলতি কমিটির সদস্য। তবে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা তা আমাদের জানা নাই। এ বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

শ্রীপুর থানা-পুলিশ জানায়, র‍্যাব-১ এর উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজবাড়ির একটি টিনশেড ঘর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে আজ রোববার গ্রেপ্তার লিটনকে শ্রীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল