হোম > সারা দেশ > ফরিদপুর

পক্ষে-বিপক্ষে কর্মসূচি, গজারিয়ার এসি ল্যান্ড বদলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এসি ল্যান্ড মামুন শরীফের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

অন্যদিকে এসব অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে পাল্টা কর্মসূচি পালন করেছে বিএনপিরই আরেকটি অংশ। তাঁরা এসি ল্যান্ড মামুন শরীফের পক্ষে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

অভিযোগ ও পাল্টা কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে মামুন শরীফের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বদলি হওয়ার বিষয়ে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফোন দিলেও তিনি ধরেননি।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক