হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন—মতিউর রহমান (৬০), ইমরান হোসেন (৪০) ও ইয়াসিন (৭)। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী জনপদ মোড়ে, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ও কামরাঙ্গীরচরে বেলা ১টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও পথচারীরা মরদেহ তিনটি ঢাকা মেডিকেল কলেজ কলেজ নিয়ে যায়। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল বলেন, সকালে বাসচাপায় ঘটনাস্থলে মারা যান মতিউর এবং যাত্রাবাড়ী চৌরাস্তায় দুটি বাসের চাপায় মারা যান ইমরান। বাস শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহত মতিউর রহমানের ভাগনে মীর আব্দুর রহমান (ফিরোজ) বলেন, পরিবার নিয়ে তিনি ওয়ারী জয়কালী মন্দিরের পাশে থাকেন। দুই মেয়ের জনক তিনি। আগে একটি মিলে কাজ করলেও বর্তমানে অবসরে ছিলেন মতিউর। সকাল বাসা থেকে বের হয়েছিলেন রোজা উপলক্ষে সায়েদাবাদে বাজার করতে। সেখানে একটি বাসের চাপায় তিনি মারা যান বলে জানতে পেরেছেন। তাঁদের গ্রামের বাড়ি যশোর কোতোয়ালি থানায়। 

ইমরানকে হাসপাতালে নিয়ে আসা তাঁর সহকর্মী মো. জসিম বলেন, ইমরান থাকেন বিবির বাগিচা ১ নম্বর গেটে। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। যাত্রাবাড়ীতে বাসের লাইনম্যান হিসেবে কাজ করেন তিনি। আজ তাঁর ছুটি ছিল। তবে ব্যক্তিগত কাজে বাসা থেকে সকালে বের হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের মাঝে চাপা পড়েন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে হাসপাতালে ইয়াসিনের বাবা মো. রাসেল বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের কুলারচর থানার আগারপুর গ্রামে। বর্তমানে রসূলপুর ৩ নম্বর গলিতে একটি বাসায় থাকেন। স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ইয়াসিন। দুপুরে ইয়াসিন বাসার সামনের গলিতে খেলছিল। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। দেখতে পেয়ে ইয়াসিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন