হোম > সারা দেশ > ঢাকা

‘গোপন বন্দিশালা’ ভেঙে দিতে ডিবি কার্যালয়ের সামনে নির্যাতিতদের বিক্ষোভ 

জঙ্গি সন্দেহে ধরে এনে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন নির্যাতনের শিকার ব্যক্তিরা। তাঁদের দাবি, এই কার্যালয়ের ভেতরে একটি বন্দিশালা আছে। জঙ্গিদের নিয়ে কাজ করা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সেখানে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা ব্যক্তিদের নির্যাতন করে থাকে। সেখানে আরও অনেকেই থাকতে পারে বলে ধারণা তাঁদের।

আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে ডিবি কার্যালয়ে সামনে জড়ো হতে থাকেন ভুক্তভোগীরা। এই কার্যালয় চত্বরেই কাউন্টার টেররিজম ইউনিটের ভবন। 

বিকেল ৫টার দিকে খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল সেখানে এসে উপস্থিত হয়। পরে বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধি নিয়ে কাউন্টার টেররিজমের প্রত্যেকটি ফ্লোর ঘণ্টাখানেক ধরে তল্লাশি করা হয়। 

তল্লাশির পর আবু সাঈদ নামে তাঁদের একজন প্রতিনিধি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কাউন্টারটা টেররিজম ভবনে বেশ কয়েকটি বন্দিশালা দেখেছেন। তবে সেখানে কোনো বন্দীকে খুঁজে পাননি। তাঁর দাবি, সব সময় জঙ্গি সন্দেহে নিয়ে আসা হয়। তিনিও দীর্ঘদিন এই বন্দিশালায় গুম অবস্থায় ছিলেন। 

তিনি দাবি করেন, নতুন বাংলাদেশে কাউকে যেন এভাবে গুম করা না হয়।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ