মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলির চাপায় মো. রুবেল আকন (২৫) নামে একজন ট্রলির মালিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল আকন পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল আকন তাঁর নিজের টলিতে করে বালু নিয়ে কালকিনি সদর থেকে শিকারমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। কালকিনি বড় ব্রিজের পূর্বপারে গেলে ট্রলিটি উল্টে যায়। এ সময় মালিক রুবেল আকন ট্রলির নিচে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিকারমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।