হোম > সারা দেশ > ঢাকা

নূরুল হুদাকে হেনস্তার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে মব সৃষ্টি করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর একটি দল সোমবার রাতে তাঁকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। হানিফ উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

সোমবার (২৩ জুন) রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।‎

‎তিনি বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মব সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়াকে আটক করে আজ রাতে থানায় হস্তান্তর করেছে।

‎তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি। ‎

‎এর আগে রোববার সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাঁকে নানাভাবে লাঞ্ছিত করে। তাঁকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়। ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই নিয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় যেভাবে মব ভায়োলেন্স করা হয়েছে, তা কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট