হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

করোনায় সচেতনতা বাড়াতে মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা 

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করতে সমগ্র জেলায় মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালাচ্ছে পুলিশ। 

প্রতি শুক্রবার জেলার ১৩টি থানার বিভিন্ন এলাকার মসজিদের জুমা'র নামাজের খুতবার আগে সচেতনতামূলক বক্তব্য রাখেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত), তদন্ত কেন্দ্রের ইনচার্জ, বিট অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। 

তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরেন এবং সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান।

পুলিশের এই মসজিদ ভিত্তিক সচেতনতামূলক প্রচারণার বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ আজকের পত্রিকাকে বলেন, 'দেশে গত বছর করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে এ দুর্যোগে মানুষের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ খুবই সংকটজনক পরিস্থিতি তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। আর এই মেসেজটি জনসাধারণের মাঝে গুরুত্বের সঙ্গে পৌঁছে দিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি বিটে মসজিদভিত্তিক প্রচারণা অব্যাহত রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।' 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫