হোম > সারা দেশ > ঢাকা

ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে ছাত্রদল নেতা নয়নের মরদেহ

ঢামেক প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়ার (২২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নেওয়া হয়েছে। 

নয়নের মামা বদন মিয়া জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মাগরিবের নামাজের পর নয়নের জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। 

এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই তথ্য জানান। 

বদন মিয়া বলেন, ‘নয়নের বাবা রহমতুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন ভাই এক বোনের মধ্যে নয়ন ছিল দ্বিতীয়। বড় বোন সুমি (২৫) শারীরিক প্রতিবন্ধী। নয়নের টাকাতেই সংসার চলত। নয়ন কেরানীগঞ্জে কাপড়ের দোকানে কাজ করত। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে এসেছিল নয়ন।’ 

মরদেহ সুরতহাল সম্পন্ন করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শনিবার বিকেল ৪টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মোল্লাবাড়ির ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তায় নয়নের মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

শহিদুল ইসলাম আরও উল্লেখ করেন, নয়নের দুই হাতের কনুই ও পেটের বাম পাশে জখম ছিল। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯