হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। দুপুরে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই শিক্ষার্থীর নাম রাফি (১২)। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার পূর্ব টেংরি গ্রামের শহিদুল ইসলাম শহীদের ছেলে। রাফি টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় জনৈক কালু ভূঁইয়ার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করত।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফি টঙ্গীতে এলাকার ইবনে কাবা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। কয়েক মাস যাবৎ মাদ্রাসায় নিয়মিত যাতায়াত ছিল না রাফির। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় পরিবারের সিদ্ধান্তে রাজধানীর উত্তরা এলাকার ‘আল হেরা হাফিজিয়া মাদ্রাসায়’ ভর্তি করা হয় তাকে। তবে ওই মাদ্রাসাটিতে লেখাপড়া করতে রাজি ছিল না রাফি। পরে বৃহস্পতিবার সকালে নিজ বাসার একটি ফাঁকা কক্ষের সিলিংয়ের সঙ্গে গলায় রশি প্যাঁচানো রাফির ঝুলন্ত লাশ দেখতে পায় পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা। পরে পুলিশে খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন