হোম > সারা দেশ > ঢাকা

কোর্টে বসে যাঁরা রাজনীতি করেছেন, তাঁরা ১ সপ্তাহের মধ্যে পদত্যাগ করুন: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘গত ১৬ বছরে অনেক বিচারপতি তাঁদের শপথ অনুযায়ী বিচার করেননি। তাঁরা এখানে রাজনীতি করেছেন। তাঁরা অতি উৎসাহী হয়ে রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অনেকে দুর্নীতি করেছেন। যাঁরা রাজনৈতিকভাবে বিচার করেছেন, কোর্টে বসে রাজনীতি করেছেন, তাঁদের অনুরোধ করব আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না করলে আমরা তাঁদের নাম বলে দেব।’ 

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সারা দেশে থাকা রাষ্ট্রের আইন কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনে থাকা সবার পদত্যাগ দাবি করেন বারের সভাপতি। তিনি বলেন, ‘গত ১৬ বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক কারণে যাঁদের কারাগারে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’ 

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘এ দেশের সংখ্যালঘুদের ৯০ ভাগ সম্পত্তি আওয়ামী লীগ দখল করেছে। অনেক স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। দেশবাসীকে অনুরোধ করব, আপনারা এসব পাহারা দিন, যাতে কোনো ক্ষতি না হয়।’ 

এ সময় তিনি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ করেন।

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল