হোম > সারা দেশ > গোপালগঞ্জ

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গ্রেপ্তার লিংকন মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবারের সঙ্গে দেখা করতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিংকন মোল্লা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মনির হোসেন বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন মোল্লা। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন লিংকন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআই আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২