হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে হামলা, আহত যুবকের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নেত্রকোনার আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী মিছিলে হামলায় রুহুল আমিন (২৭) নামের এক যুবক আহত হয়েছিলেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গতকাল রোববার রাত ৮টার দিকে আটপাড়া দেওগাও গোবিন্দপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন নেত্রকোনা জেলার আটপাড়া থানার দেওগাও গোবিন্দপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। 

রুহুল আমিনের মামা গোলাম সবুজ নুরী বলেন, রুহুল আমিন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ইফতেখার উদ্দিন পিন্টুর সমর্থক ছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পরে গ্রামে বিজয় উল্লাস করছিলেন। এ সময় নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় রুহুল আমিন ও শাকের নামে দুই যুবক আহত হয়। পরে তাঁদের দুজনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যায়। 

তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুর ৩টার দিকে রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা যান তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রুহুল আমিনের বুকে, মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই