হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টিসিবির পণ্য বাইরে বিক্রি, ট্রাক আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের ৬ নম্বর বয়ড়া ইউনিয়নে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে বেশি দামে বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৮ ঘন্টা বসে থেকেও পণ্য পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে ভুক্তভোগীরা বিক্ষুব্ধ হয়ে টিসিবির পণ্যবাহী ট্রাকটি আটকে রাখেন।

বয়ড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী বলেন, ‘দুপুর দুইটা থেকে বসে থেকেও আমার ওয়ার্ডের পাঁচজন পণ্য পায়নি। ডিলারের লোকজন ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের যোগসাজেশে কার্ড ছাড়া মাল বিক্রি করায় মাল কম পরেছে।’

২ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ‘ইউনিয়নে ৮২ জন টিসিবির পণ্য পায়নি। টোটাল ৫২০ জন মাল পাবে। ডিলার বাদল মোল্লার লোকজন কার্ডধারীদের মাল না দিয়ে বেশি দামে বাইরে বিক্রি করায় কম পড়েছে।’

টিসিবির পণ্য ডিলার মোল্লা ট্রেডার্সের কর্মচারী শরিফুল ইসলাম বলেন, ‘যাত্রাপুর ৫ নম্বর ওয়ার্ড সদস্য কালিখোলা এলাকায় ২৬০ জনের মাল নেওয়ায় কম পড়েছে। ওখানে পণ্য কম দেওয়ার কথা ছিল।’

এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী বলেন, ‘আমার কাছে ১৭৮ জনের কার্ড রয়েছে। আমরা ১৭৮ জনের পণ্য নিয়েছি। ডিলারের লোকজন কালীখোলায় মাল বিক্রি করেছে। বেশি বিক্রির বিষয়ে আমি জানিনা।’

 ২ নং ওয়ার্ডের কার্ডধারি মঞ্জু বেগম বলেন, ‘রোজা থেকে পণ্যের জন্য বসে আছি। তিন গ্লাস পানি খেয়ে ইফতার করছি। রাত আটটা বাজে এখনো পাইনি।’ 

 ৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘আমার ইউনিয়নে ৫২০ জন কার্ডধারী পণ্য পাবে। ডিলার মোল্লা ট্রেডার্সকে ৫২০ জন কার্ডধারীকে পণ্য বুঝিয়ে দিতে হবে।’ 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘কার্ডধারীদের পণ্য ডিলারের কর্ণধারকেই দিতে হবে। পণ্য কম দিতে পারবেনা। আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’ 

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু