হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন চলৎশক্তিহীন আলী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। তেমনি একজন ভোটার উপজেলার চণ্ডীপাশা গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী (৮০)। তিনি চলন ও বাকশক্তিহীন। তাঁর দুই নাতি মোজাম্মেল ও বাবুর কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ইশারায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

সরেজমিনে দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৭৮ নম্বর চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকুন্দিয়ার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমের ধীরগতিতে ভোট গ্রহণ হয়। এতে ভোট দিতে এসে ভোগান্তি পোহাতে হয় ভোটারদের। 

বৃদ্ধের দুই নাতি বলেন, ‘দাদা চলাফেরা করতে পারেন না। ভালো করে কথাও বলতে পারেন না। আজ সকাল থেকে ভোট দেওয়ার জন্য বলছিলেন। তাই দুই ভাই কাঁধে করে দাদাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। মেশিনের মাধ্যমে ভোট দিতে পেরে দাদা অনেক খুশি হয়েছেন।’ 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল