হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন চলৎশক্তিহীন আলী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। তেমনি একজন ভোটার উপজেলার চণ্ডীপাশা গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী (৮০)। তিনি চলন ও বাকশক্তিহীন। তাঁর দুই নাতি মোজাম্মেল ও বাবুর কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ইশারায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

সরেজমিনে দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৭৮ নম্বর চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকুন্দিয়ার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমের ধীরগতিতে ভোট গ্রহণ হয়। এতে ভোট দিতে এসে ভোগান্তি পোহাতে হয় ভোটারদের। 

বৃদ্ধের দুই নাতি বলেন, ‘দাদা চলাফেরা করতে পারেন না। ভালো করে কথাও বলতে পারেন না। আজ সকাল থেকে ভোট দেওয়ার জন্য বলছিলেন। তাই দুই ভাই কাঁধে করে দাদাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। মেশিনের মাধ্যমে ভোট দিতে পেরে দাদা অনেক খুশি হয়েছেন।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির