হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন চলৎশক্তিহীন আলী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। তেমনি একজন ভোটার উপজেলার চণ্ডীপাশা গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী (৮০)। তিনি চলন ও বাকশক্তিহীন। তাঁর দুই নাতি মোজাম্মেল ও বাবুর কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ইশারায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

সরেজমিনে দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৭৮ নম্বর চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকুন্দিয়ার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমের ধীরগতিতে ভোট গ্রহণ হয়। এতে ভোট দিতে এসে ভোগান্তি পোহাতে হয় ভোটারদের। 

বৃদ্ধের দুই নাতি বলেন, ‘দাদা চলাফেরা করতে পারেন না। ভালো করে কথাও বলতে পারেন না। আজ সকাল থেকে ভোট দেওয়ার জন্য বলছিলেন। তাই দুই ভাই কাঁধে করে দাদাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। মেশিনের মাধ্যমে ভোট দিতে পেরে দাদা অনেক খুশি হয়েছেন।’ 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব