হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন চলৎশক্তিহীন আলী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। তেমনি একজন ভোটার উপজেলার চণ্ডীপাশা গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী (৮০)। তিনি চলন ও বাকশক্তিহীন। তাঁর দুই নাতি মোজাম্মেল ও বাবুর কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ইশারায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

সরেজমিনে দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৭৮ নম্বর চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকুন্দিয়ার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমের ধীরগতিতে ভোট গ্রহণ হয়। এতে ভোট দিতে এসে ভোগান্তি পোহাতে হয় ভোটারদের। 

বৃদ্ধের দুই নাতি বলেন, ‘দাদা চলাফেরা করতে পারেন না। ভালো করে কথাও বলতে পারেন না। আজ সকাল থেকে ভোট দেওয়ার জন্য বলছিলেন। তাই দুই ভাই কাঁধে করে দাদাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। মেশিনের মাধ্যমে ভোট দিতে পেরে দাদা অনেক খুশি হয়েছেন।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা