হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২); পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮); কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০); গাজীপুর জেলার টঙ্গী থানা যুবলীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।

‎আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

‎‎বিজ্ঞপ্তিতে ডিবি সূত্রে জানানো হয়, গতকাল রাতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যায় ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

‎ডিবি সূত্রে আরও জানানো হয়, গতকাল রাতে ডিবি-সাইবার বিভাগ খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

‎গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।‎

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে