ছাগল মেরে ফেলার অভিযোগ এনে গাজীপুরের শ্রীপুরে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত মো. শহিদুল ইসলাম (৪০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মো. হেকমত আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত ইমন আলীর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. হেকমত আলী বলেন, অভিযুক্ত মো. শহিদুল ইসলাম তাঁর ব্যবহৃত নিজস্ব ফেসবুক আইডিতে একটি জখম ছাগলের ছবি দিয়ে আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা সম্বোধন করেছে। এই পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে আমার যথেষ্ট মানহানি হয়েছে। এ জন্য ন্যায় বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং শ্রীপুর থানার পৃথকভাবে দু'টি লিখিত অভিযোগ দায়ের করেছি।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।