হোম > সারা দেশ > গাজীপুর

তুলে নিয়ে নির্যাতন করে যুবককে বিবস্ত্র অবস্থায় ফেলে গেল দুর্বৃত্তরা

বাড়ির সামনে থেকে যুবককে তুলে নিয়ে বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের পর তাঁকে বিবস্ত্র অবস্থায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মো. মাজহারুল ইসলাম (৩০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআগলগী ইউনিয়নের জয়েরচর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করে আসছেন। 

নির্যাতিত মাজহারুল ইসলামের স্ত্রী বীথি আক্তার বলেন, সকাল সাড়ে ৮টার সময় স্থানীয় স্কুলশিক্ষক জায়েদুল ইসলামের ছেলে মুন্না ও তার সহযোগীরা মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে থেকে তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর এমসি বাজার এলাকায় কলাবাগান নামের একটি স্থানে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনকারীরা তাঁর পিঠে ও পায়ের বিভিন্ন অংশে আঘাত করে। এরপর তারা রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে তাঁকে বেঁধে রেখে পালিয়ে যায়। 

নির্যাতনের শিকার মাজহারুল ইসলাম জানান, সকালে বাড়ির সামনে একটি বেঞ্চে বসে ছিলেন। এ সময় স্থানীয় মুন্নার নেতৃত্বে পাঁচজন যুবক তাঁকে তুলে নিয়ে যায়। কলাবাগানে নিয়ে মারপিট শুরু করে। এ সময় তারা তাঁর লুঙ্গি খুলে নিয়ে সেটি পুড়িয়ে দেয়। একপর্যায়ে তাঁকে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পালিয়ে যায় নির্যাতনকারীরা। বিবস্ত্র অবস্থায় খুঁটিতে বাঁধা দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে গামছা পরিয়ে দেন। 

স্থানীয়রা বলেন, নির্যাতনকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন মাজাহারুল। তিনি বলেছেন, তাঁদের নাম মুন্না, জাহিদুল ও ইমরান। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করেছি। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য বলেছি। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’ 

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘নির্যাতনের শিকার যুবকের পক্ষে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১