হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে দুলাভাই আল আমিনের (৩২) ছুরিকাঘাতে শ্যালক ইয়াছিন (৩০) খুন হয়েছেন। গতকাল রোববার (১ জুন) রাতে কাজলায় স্বপ্ন মার্কেটের পাশে ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাওনা ১০ হাজার টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই আল আমিনকে আটক করেছে পুলিশ।

নিহত ইয়াছিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন।

নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামী তাঁর খালাতো বোনের বর আল আমিনের কাছে ১০ হাজার টাকা পেত। রোববার রাতে টাকা চাইতে গেলে হোটেলের সামনে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল আমিন হোটেল থেকে বঁটি এনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নিহত ইয়াছিন আগে কাজলায় একটি হোটেল চালাতেন। ৩-৪ মাস আগে সেই হোটেল আল আমিনের কাছে বিক্রি করে দেন। এরপরও আল আমিনের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। বারবার বলার পরও টাকা না দেওয়ায় রোববার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন হোটেল থেকে বঁটি নিয়ে এসে ইয়াছিনকে আঘাত করে। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।’

আল আমিনকে রাতেই আটক করা হয়েছে বলে জানান ওসি।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব