হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে দুলাভাই আল আমিনের (৩২) ছুরিকাঘাতে শ্যালক ইয়াছিন (৩০) খুন হয়েছেন। গতকাল রোববার (১ জুন) রাতে কাজলায় স্বপ্ন মার্কেটের পাশে ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাওনা ১০ হাজার টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই আল আমিনকে আটক করেছে পুলিশ।

নিহত ইয়াছিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন।

নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামী তাঁর খালাতো বোনের বর আল আমিনের কাছে ১০ হাজার টাকা পেত। রোববার রাতে টাকা চাইতে গেলে হোটেলের সামনে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল আমিন হোটেল থেকে বঁটি এনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নিহত ইয়াছিন আগে কাজলায় একটি হোটেল চালাতেন। ৩-৪ মাস আগে সেই হোটেল আল আমিনের কাছে বিক্রি করে দেন। এরপরও আল আমিনের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। বারবার বলার পরও টাকা না দেওয়ায় রোববার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন হোটেল থেকে বঁটি নিয়ে এসে ইয়াছিনকে আঘাত করে। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।’

আল আমিনকে রাতেই আটক করা হয়েছে বলে জানান ওসি।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার