হোম > সারা দেশ > ঢাকা

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

বিএনপির নেতার বাড়িতে ভাঙচুর করা মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হরিরামপুর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের আব্দুল করিম, মো. সুজন, সাইফুল, মাসুদ, মো. রতন, মানিক, সোহেল, রুবেল, সজল ও রিংকুর নেতৃত্বে কয়েকজন গত সোমবার রাত ১১টার দিকে ইউসুফের বাড়ির গেট ভেঙে ফেলেন। তাঁরা ঘরে ঢুকে ইউসুফের স্ত্রী ও ছোট ছেলেকে মারধর করেন। মোটরসাইকেল ভাঙচুর করেন এবং আলমারি ভেঙে ৩ লাখ টাকা নিয়ে যান।

অভিযোগের বিষয়ে বলড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, ‘আমার ভাগনে সিয়ামকে ইউসুফ চাচার ছেলে নিবিড়সহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মারধর করে। এ বিষয়ে জানতে ওই বাড়িতে যাই। তখন কিশোর গ্যাংসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। আমরা কিছু ভাঙচুর করিনি। কোনো নারীকে মারধরও করা হয়নি। থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার ভাগনেকে মারধরের ঘটনায় আমরা গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

বিএনপির নেতার বাড়িতে ভাঙচুর করা আসবাব। ছবি: সংগৃহীত

ইউসুফ আলীর বড় ছেলে আবির হোসেন বলেন, ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে কয়েক মাস আগে আমাদের সঙ্গে করিম ভাইয়ের লোকজনের ঝামেলা হয়। সেই ঘটনার জেরে কয়েক দিন ধরে করিম ভাইয়ের ১২-১৩ বছরের ভাগনে আমার ছোট ভাই নিবিড়কে ফোনে হুমকি দিচ্ছিল। ঘটনার রাতে ওই ছেলের সঙ্গে মসজিদে দেখা হলে আমার ছোট ভাই হুমকির কারণ জানতে চায়। তখন দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আমার ভাই তাকে একটি থাপ্পড় দেয়। এ ঘটনায় ওই রাতে আমার মাকে মারধর করা হয়। আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ঘর থেকে ৩ লাখ টাকা নিয়ে যায়।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ বলেন, ‘গতকাল রাতে ঘটনা শুনেছি।’

এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে