হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর নিহত, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় নয়ন সিকদার (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ মনে করছে, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। সে স্থানীয় একটি হোসিয়ারির কর্মী ছিল। তাঁর মা নাসিমা বেগম গতকাল শনিবার সন্ধ্যায় ১৫ জনের নামোল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেছেন।

নিহত নয়নের বাবা জালাল সিকদার বলেন, ‘কেন আমার পোলারে মাইরা ফালাইলো জানি না। এলাকায় আমার পোলার বন্ধুবান্ধব হিসেবেই তো ওদের (হামলাকারী) চিনতাম। এখন কী এমন হইল যে আমার পোলারে মাইরা ফেলতে হইব?’

ঘটনার সময় ধারণকৃত সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, একদল কিশোর ধারালো অস্ত্র নিয়ে নয়নের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর তাদের আবারও দৌড়ে সরে পড়তে দেখা যায়। পরে দুই যুবক আহত নয়নকে হাসপাতালে নেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সন্ধ্যায় মামলা করেছেন নিহত কিশোরের মা। আমরা ঘটনার পরপরই ছয়জনকে আটক করি। তাদের নাম এজাহারে আসার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে গ্রেপ্তারকৃত আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করছি না।’

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে