হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর নিহত, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় নয়ন সিকদার (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ মনে করছে, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। সে স্থানীয় একটি হোসিয়ারির কর্মী ছিল। তাঁর মা নাসিমা বেগম গতকাল শনিবার সন্ধ্যায় ১৫ জনের নামোল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেছেন।

নিহত নয়নের বাবা জালাল সিকদার বলেন, ‘কেন আমার পোলারে মাইরা ফালাইলো জানি না। এলাকায় আমার পোলার বন্ধুবান্ধব হিসেবেই তো ওদের (হামলাকারী) চিনতাম। এখন কী এমন হইল যে আমার পোলারে মাইরা ফেলতে হইব?’

ঘটনার সময় ধারণকৃত সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, একদল কিশোর ধারালো অস্ত্র নিয়ে নয়নের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর তাদের আবারও দৌড়ে সরে পড়তে দেখা যায়। পরে দুই যুবক আহত নয়নকে হাসপাতালে নেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সন্ধ্যায় মামলা করেছেন নিহত কিশোরের মা। আমরা ঘটনার পরপরই ছয়জনকে আটক করি। তাদের নাম এজাহারে আসার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে গ্রেপ্তারকৃত আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করছি না।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট