হোম > সারা দেশ > ঢাকা

ওয়াসার এমডি সহিদের নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে এমডি হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সহিদের নিয়োগ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশিষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ গত ৫ সেপ্টেম্বর রুলসহ এই আদেশ দেন। আজ রোববার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আইনজীবী মামুন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, এ কে এম সহিদের দেওয়া নিয়োগ স্থগিত করে জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভারপ্রাপ্ত এমডি সহিদের নিয়োগ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ১৪ আগস্ট ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সহিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান শাহীন খান।

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২