হোম > সারা দেশ > ঢাকা

ওয়াসার এমডি সহিদের নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে এমডি হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সহিদের নিয়োগ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশিষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ গত ৫ সেপ্টেম্বর রুলসহ এই আদেশ দেন। আজ রোববার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আইনজীবী মামুন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, এ কে এম সহিদের দেওয়া নিয়োগ স্থগিত করে জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভারপ্রাপ্ত এমডি সহিদের নিয়োগ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ১৪ আগস্ট ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সহিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান শাহীন খান।

মহান বিজয় দিবসে মেট্রোরেল সাময়িক বন্ধ থাকবে

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয়মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই