হোম > সারা দেশ > ঢাকা

ওয়াসার এমডি সহিদের নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে এমডি হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সহিদের নিয়োগ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশিষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ গত ৫ সেপ্টেম্বর রুলসহ এই আদেশ দেন। আজ রোববার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আইনজীবী মামুন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, এ কে এম সহিদের দেওয়া নিয়োগ স্থগিত করে জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভারপ্রাপ্ত এমডি সহিদের নিয়োগ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ১৪ আগস্ট ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সহিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান শাহীন খান।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’