হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুৎকেন্দ্রের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, ঢাকা ইপিজেডে বিদ্যুৎ বন্ধ হয়ে উৎপাদন বিঘ্নিত

সাভার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ছবি: আজকের পত্রিকা

বিল বকেয়া থাকায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে করে বিদ্যুৎ না পেয়ে ইপিজেডের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুতের সরবরাহ ও জেনারেটরের সাহায্য নিয়ে অধিকাংশ কারখানা চালু করা হলেও পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর কোনো কোনো কারখানা জেনারেটর দিয়ে উৎপাদন চালিয়ে গেলেও বেশির ভাগে কর্মীদের ছুটি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনাইটেড পাওয়ার তিতাস থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ডিইপিজেডে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করে। বিল বকেয়া-সংক্রান্ত কারণে গতকাল দুপুরে তিতাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে বেলা ১টা ১০ মিনিটের দিকে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সেখানকার ৯০টি কারখানার প্রায় এক লাখ শ্রমিককে ছুটি দেওয়া হয়।

এই অবস্থায় গতকাল রাতে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সহায়তায় ডিইপিজেডের ভেতরের সড়কবাতিসহ অন্য আলো জ্বালিয়ে রাখা হয়।

এ বিষয়ে আজ সকালে কথা হলে ডিইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে আরইবি বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়। ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে প্রায় ৭০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

বিকেল ৫টার দিকে আবার কথা হলে এই কর্মকর্তা বলেন, ‘আরইবি আগামীকাল বুধবার থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। এতে সব কারখানা চালু থাকবে। আমাদের ৪০-৪৫ মেগাওয়াট চাহিদা রয়েছে। আরইবি পুরোটাই সরবরাহ করবে। এখন আর কোনো সমস্যা নেই। সকালে যে পাঁচটি কারখানা বন্ধ ছিল, সেগুলো শুধু মর্নিং শিফটেই বন্ধ ছিল, ডে শিফটে চালু হয়েছে। আমরা এখন স্থিতিশীল অবস্থায় আসছি।’

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ছবি: আজকের পত্রিকা

শরীফুল ইসলাম জানান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে হঠাৎ গ্যাস সরবরাহের পদক্ষেপ নেয় তিতাস। এখানে বেপজার সঙ্গে কোনো ইস্যু নেই, ইস্যুটি ইউনাইটেড পাওয়ারের সঙ্গে তিতাসের।

শরীফুল ইসলাম বলেন, ‘তিতাসের সঙ্গে ইউনাইটেড পাওয়ারের বকেয়া নিয়ে দীর্ঘদিনের সমস্যা চলছে। এক পক্ষ বলছে বকেয়া নেই; অপর পক্ষ বলছে বকেয়া রয়েছে। এই সমস্যায় ভোগান্তিতে পড়েছে ডিইপিজেডের কারখানাগুলো। এতে শ্রমিকদের চাকরির ঝুঁকি রয়েছে। উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিষ্ঠানগুলো পণ্যের শিপমেন্টের ক্ষেত্রে তাদের কাটলাইন, ডেডলাইন ফেল করবে। সময়মতো রপ্তানি করতে পারবে না।’

জানতে চাইলে ডিইপিজেডে ইউনাইটেড পাওয়ারের ব্যবস্থাপক মমতাজ হাসান জানান, সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেপজা ও তিতাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

এ নিয়ে তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের সঙ্গে কথা হলে তিনি প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তার (পিআরও) সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে পিআরও আল আমিন সরকার বলেন, ‘এটি নীতিনির্ধারক পর্যায়ের বিষয়, এখনো আমাকে জানানো হয়নি।’ বিল কত টাকা বকেয়া তা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমাদের কথা বলা নিষেধ। দেখা যাক কী সিদ্ধান্ত আসে, একটু অপেক্ষা করেন।’

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু