হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম (৫০) নামের এক অফিস সহকারীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পৌর শহরের বাগমারা এলাকার বাসিন্দা এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় ওই কলেজে শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট আনার জন্য কলেজে যায়। কোন এক সমস্যা হওয়ার কারণে অফিস সহকারীর কাছে গিয়ে তার রোল জানতে চাইলে রোল নম্বরটি প্রদান করে এবং তাহার দেখানো মতে কাগজে সই করতে বলে। কাগজে সই করার সময় ওই অফিস সহকারী অসৎ উদ্দেশ্যে যৌন হয়রানি করে। পরে বিষয়টি কলেজের শিক্ষককে অবগত করা হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন না নিয়ে উল্টো কাউকে কিছু না বলার জন্য চাপ সৃষ্টি করে। এমনকি কলেজে পড়ালেখা করতে দেবে না বলেও ভয় দেখায়।

অভিযুক্ত অফিস সহকারী মো. নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ উঠেছে তাঁর কোন সত্যতা নেই। কোন একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছে। কি ধরনের ষড়যন্ত্র জানতে চাই তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেনি অভিযুক্ত অফিস সহকারী।

ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী তার প্রতি যৌন হয়রানি ন্যায় বিচার দাবি করেছে। যাতে কোন শিক্ষাঙ্গনে আমার মত কেউ হয়রানির শিকার না হতে হয়।

এই বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও নজরুল ইসলামের বিরুদ্ধে কলেজের অন্যান্য ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার