হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সমবেদনা জানাতে আইভীর বাড়িতে শামীম ওসমান

প্রতিনিধি, বন্দর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাংসদ শামীম ওসমানের দ্বৈরথ কারও অজানা নয়। একই রাজনৈতিক দলের হয়েও দুজনের বিরোধ রয়েছে বহুদিন ধরেই। তবে সেসব অতীত পাশ কাটিয়ে এবার একসঙ্গে বসে শোক ও সমবেদনা জ্ঞাপন করলেন সাংসদ শামীম ওসমান। মেয়র আইভীর মাথায় হাত বুলিয়ে তাঁর মায়ের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মেয়রের নিজ বাসভবনে যান শামীম ওসমান। এ সময় একসঙ্গে বসে আলাপ করেন তাঁরা। তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনাও করেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, `রাজনীতি রাজনীতির জায়গায়। দিন শেষে আমরা একটি পরিবার। মমতাজ বেগম আমার মায়ের সমতুল্য। তিনি আওয়ামী লীগের একজন সংগঠকও ছিলেন। আমার মা জীবদ্দশায় তাঁর কথা প্রায়ই বলতেন। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুক সেই দোয়াই করি।'

এর আগে বিকেল ৪টায় সাংসদ শামীম ওসমান শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে মমতাজ বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মোনাজাত করেন। একই সঙ্গে তাঁর স্ত্রী অসুস্থ জানিয়ে সকলের কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ মার্চ সাংসদ শামীম ওসমানের মা নাগিনা জোহার মৃত্যুতে হীরা মহলে ছুটে এসেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী। প্রায় ৮ বছর পর মেয়র আইভীর মায়ের মৃত্যুতে একত্রিত হলেন নারায়ণগঞ্জের আলোচিত দুই জনপ্রতিনিধি।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২