হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-১৮: খসরুর জয়ে সংসদে যাওয়া হলো না শেরীফা কাদেরের 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিপুল ভোটে মো. খসরু চৌধুরী কেটলি মার্কায় জয়ী হয়েছেন। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গলের ভরাডুবি হয়েছে।

উত্তরা কমিউনিটি সেন্টারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান রোববার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানান।

সাইদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনের ২১৭টি ভোট কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ২৬০টি ভোটের মধ্যে খসরু চৌধুরী কেটলি মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ৩৪ হাজার ১৭৬ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন। জাতীয় পার্টির শেরীফা কাদের লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন মোড়া মার্কায় পেয়েছেন ২ হাজার ৫ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কায় পেয়েছেন ৫৯১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল বড়ুয়া হাতঘড়ি মার্কায় পেয়েছেন ৩৩৭ ভোট। জেডিপি’র ফাহমিদা হক সুকন্যা ছড়ি মার্কায় পেয়েছেন ১০৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জাকির হোসেন ভূঁইয়া আম মার্কায় পেয়েছেন ২৫১ ভোট। তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান সোনালি আঁশ মার্কায় পেয়েছেন ১৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন ঈগল মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট।

এই আসনটিতে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬০ জন। যার মধ্যে বাতিল (অবৈধ) হয়েছে ১ হাজার ৫৭৩ ভোট। ভোট পরেছে ২৩ দশমিক ০৮ শতাংশ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি