হোম > সারা দেশ > ঢাকা

বংশালে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে বাসার ছয়তলা ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম উরাইশিদ ইসলাম আয়ান (৯)। 

আজ শনিবার বেলা ১টার দিকে বংশাল আলু বাজার হাজি উসমান গনি রোডের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী বলেন, আলু বাজার হাজি ওসমান গনি রোডে তাঁদের নিজেদের বাসা। বাসার চারতলায় পরিবারের সঙ্গে থাকত আয়ান। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আয়ানের বাবা আমিনুল ইসলাম ইমন বংশালেই পার্টসের ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়। 

তিনি আরও বলেন, সারা দিন বাসাতেই ছিল আয়ান। দুপুরের দিকে জানতে পারেন বাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বংশাল থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর স্বজনেরা জানান, ছাদ থেকে পড়ে গিয়েছিল সে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে