হোম > সারা দেশ > ঢাকা

বংশালে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে বাসার ছয়তলা ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম উরাইশিদ ইসলাম আয়ান (৯)। 

আজ শনিবার বেলা ১টার দিকে বংশাল আলু বাজার হাজি উসমান গনি রোডের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী বলেন, আলু বাজার হাজি ওসমান গনি রোডে তাঁদের নিজেদের বাসা। বাসার চারতলায় পরিবারের সঙ্গে থাকত আয়ান। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আয়ানের বাবা আমিনুল ইসলাম ইমন বংশালেই পার্টসের ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়। 

তিনি আরও বলেন, সারা দিন বাসাতেই ছিল আয়ান। দুপুরের দিকে জানতে পারেন বাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বংশাল থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর স্বজনেরা জানান, ছাদ থেকে পড়ে গিয়েছিল সে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন