হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের অসমাপ্ত কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি।

সময়মতো সাইট বুঝে না পাওয়ার কারণ দেখিয়ে ২০২৩ সালের মার্চে ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে নতুন একটি রেললাইন নির্মাণকাজ থেকে নিজেদের সরিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না লিমিটেড। ওই সময় রেলপথটির নির্মাণকাজের অগ্রগতি ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ। এই অসমাপ্ত কাজ শেষ করতে দুই বছর পর নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠান জিপিটি-স্ট্যান্ডার্ড জয়েন্টভেঞ্চারের সঙ্গে চুক্তি করেছে রেলওয়ে।

নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী আগের ঠিকাদারের করা নতুন ডুয়েলগেজ লাইনের কাজ শেষ করার পাশাপাশি বিদ্যমান মিটারগেজ লাইনকেও ডুয়েলগেজে রূপান্তর করে দেবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে এসব কাজ বাস্তবায়নের জন্য ৩১৬ কোটি ৬৪ লাখ টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রকল্প কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, আগামী ১৮ মাসের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করে দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কাজের পরিধি বেড়ে যাওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের সমান্তরালে নতুন একটি ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ৩৭৯ কোটি থেকে নির্মাণ ব্যয় উন্নীত হয়েছে ৬৫৮ কোটি টাকায়। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে