হোম > সারা দেশ > গোপালগঞ্জ

নদীর পাড়ে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে দাড়িয়ারকুল নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

নিহত আরমান শেখ (২০) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের তপু শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। দুপুরে বাড়িতে ফিরে না আশায় মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি স্বজনরা। 

আজ রোববার দুপুরে দাড়িয়ারকুলে নদীর পাড়ে স্থানীয়রা গেলে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

লাশের মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট