হোম > সারা দেশ > ঢাকা

রাতে নৃত্যশিল্পীকে ডেকে নেন বন্ধু, ভোরে ফ্লাইওভারের নিচে ক্ষতবিক্ষত লাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনার মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মিম (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার চোখ-মুখ থেঁতলানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছোট-বড় আঘাতের চিহ্ন আছে।

‘ওপর থেকে পড়ে গেলে একটা মানুষের দেহে যে ধরনের লক্ষণ থাকার কথা সবই তাঁর শরীরে পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আমেনা খানম আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত তরুণী একজন নৃত্যশিল্পী ছিলেন।’

নিহতের মা আজিমুন ইসলাম নাজমা বলেন, ‘আমার মেয়ের পড়াশোনা বন্ধ রয়েছে। বর্তমানে নাচ-গান করে। গত রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বার বার ফোন দিলেও ফোন ধরেনি। পরে পুলিশ ফোন দিয়ে বলে আপনি একটু থানায় আসেন। পরে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি। আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন