হোম > সারা দেশ > ঢাকা

রাতে নৃত্যশিল্পীকে ডেকে নেন বন্ধু, ভোরে ফ্লাইওভারের নিচে ক্ষতবিক্ষত লাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনার মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মিম (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার চোখ-মুখ থেঁতলানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছোট-বড় আঘাতের চিহ্ন আছে।

‘ওপর থেকে পড়ে গেলে একটা মানুষের দেহে যে ধরনের লক্ষণ থাকার কথা সবই তাঁর শরীরে পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আমেনা খানম আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত তরুণী একজন নৃত্যশিল্পী ছিলেন।’

নিহতের মা আজিমুন ইসলাম নাজমা বলেন, ‘আমার মেয়ের পড়াশোনা বন্ধ রয়েছে। বর্তমানে নাচ-গান করে। গত রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বার বার ফোন দিলেও ফোন ধরেনি। পরে পুলিশ ফোন দিয়ে বলে আপনি একটু থানায় আসেন। পরে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি। আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে