হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ও আহত তিনজন ঢামেকে

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ও আহত অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে নিশ্চিন্তপুরের অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তাঁর দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রি জহুরুল ইসলাম (২৮)।

দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যান তিনি। এ সময় রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর মা জাহানারা বেগম। সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাঁর মায়ের শরীরে আগুন ধরে যায়। ধসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তাঁর বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।

আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তাঁরা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাঁদের রুমের দেয়াল ধসে জহুরুলের শরীরের ওপর পড়ে। এ ছাড়া তাদের পাশের একটি বাসার আরও দুজন আহত হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ঘটনায় দগ্ধ তিনজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে । এ ছাড়া তাঁর দুই পা-সহ শরীরে আঘাত পান। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব