হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ফায়ার কর্মী

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির এক ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ধাওয়া দিয়ে ট্রাকটির গতি রোধ করে এবং চালককে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত ফায়ার সার্ভিস কর্মী ও ঘাতক চালকের পরিচয় জানা যায়নি।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট ঘটনাস্থলে আসে।

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩