হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ফায়ার কর্মী

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওই কর্মী তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির এক ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ধাওয়া দিয়ে ট্রাকটির গতি রোধ করে এবং চালককে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত ফায়ার সার্ভিস কর্মী ও ঘাতক চালকের পরিচয় জানা যায়নি।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট ঘটনাস্থলে আসে।

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে