হোম > সারা দেশ > গাজীপুর

মে দিবসেও বকেয়া টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

মহান মে দিবসেও গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা মাহমুদ জিনস লিমিটেডের কয়েক শ শ্রমিক এই বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।

জানা গেছে, গত বছরের শেষের দিকে নানা জটিলতায় কারখানাটি বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। দফায় দফায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে।

শ্রমিকদের অভিযোগ, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তাঁরা কোনো টাকা পাননি। কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরিভাবে অবরোধ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকেরা শান্ত রয়েছেন।’

এদিকে মাহমুদ জিনস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে, ইনশা আল্লাহ।

বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট