হোম > সারা দেশ > টাঙ্গাইল

সংবাদ প্রকাশের পর বড়চওনা-কালিহাতী সড়কের ভাঙা অংশ মেরামত

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা-কালিহাতী সড়কের হামিদপুর চৌরাস্তা বাজারের পাশে ভাঙা অংশটুকু মেরামত করা হয়েছে। বৃষ্টির পানির স্রোতে কয়েক দিন আগে এই স্থানে ধস দেখা দেয়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এ নিয়ে গত ২৯ আগস্ট রোববার আজকের পত্রিকার ৭-এর পাতায় 'টানা বৃষ্টিতে সড়কে ভাঙন, দুর্ভোগ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি জেলা-উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ওই দিন বিকেলেই ভাঙা অংশটুকু সাময়িক মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। 
 
স্থানীয় দেলোয়ার হোসেন জানান, সড়কের ধসে যাওয়া অংশে ইট বালি দিয়ে সাময়িক মেরামত করা হয়েছে। এই সড়কে চলাচলকারীরা খুব বিপাকে পড়েছিল। দ্রুত চলাচলের উপযোগী করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, ওই সড়কটি ভাঙনের সংবাদ পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা নির্বাহী প্রকৌশলী স্যারকে জানানো হয়। পরে অল্প সময়ের মধ্যেই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ওই সড়কে এখন স্বাভাবিক যান চলাচল করছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন