হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে আহত ২৫ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই বাসের সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ, স্থানীয় ও আহত যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে হানিফ পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসে বরিশালগামী কাজী পরিবহনের একটি বাস। পথে আলমদস্তা বড়ব্রিজ এলাকায় এলে দুই বাসের সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দুই বাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতেরা হলেন—হানিফ পরিবহনের চালক ইব্রাহিম মিয়া (২৮), কাজী পরিবহনের চালক মো. নাছির (৫৫), যাত্রী রাকিব (১৮), আরিফ শিকদার (৪৫), তিতি মৌলিক (২৪)। আহত বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুই বাসের সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। দুই বাসের ভেতরে আটকা পড়েন চালকেরা। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই