হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্টনে গৃহকর্মীর মৃত্যু ঘিরে রহস্য

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর পল্টনের একটি বাসায় কাজ করা লিমা (১৬) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহকর্তা ভবন থেকে পড়ে মৃত্যুর কথা জানালেও কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে রহস্যের জন্ম নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পল্টন এলাকা থেকে এক যুবক, ডা. অনন্যা নামে এক নারী ও গৃহকর্তা ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। ওই গৃহকর্মী ভবন থেকে নিচে পরে গিয়েছিল। তবে কীভাবে নিচে পরে যায় তা জানাতে অস্বীকার করেন তারা। ওই গৃহকর্মীর দুই পা ভাঙা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।

হাসপাতালে গৃহকর্তা খাইরুল কবির জানান, তাদের বাসা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে। ভবনের নয় তলায় স্ত্রী ও খারজিন কবির নামে ছেলেকে নিয়ে থাকেন। ভবনের ১৪ তলায় মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর ধরে কাজ করত। নয়তলা ও ১৪ তলায় দুই জায়গাতেই থাকত।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে নয় তলায় আমাদের কক্ষে নাশতা দেয়। এর কিছুক্ষণ পরে আরেক কাজের মেয়ে জানায় লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন কে যেন উপুড় থেকে পরে গিয়েছে। পরে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই লিমাকে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে লিমা কীভাবে নিচে পরে গেছে তা বলতে পারেন নাই।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান জানান, পুরানা পল্টনে একটি বাসয় গৃহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। জানতে পারি লিমা পুরানা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। সকালে ভবনের ১৪ তলা থেকে নিচে ২য় তলায় পরে যায়। পরে নিজেরাই হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও বলেন, বিষয়টি বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিমার বাড়ি ময়মনসিংহ। বাবার নাম মো. নয়ন। তাদের খবর দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ

দিলীপ আগরওয়ালার স্ত্রী সবিতার বাণিজ্যিক স্পেস, দোকানসহ জমি জব্দের আদেশ

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা