হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

উদ্ধার করা বন্য প্রাণী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় আদুরি কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালিয়ে চিতা বিড়াল, বানর এবং ৮টি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এলাকার এক বিক্রেতার কাছ থেকে দুটি হনুমান, একটি দোকান থেকে ২০টি টিয়া, ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, গাজীপুর জেলার পিরুজালী এলাকায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। এসব স্থানে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বন্য প্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে আদুরি কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালানো হয়।

এ সময় ১টি চিতা বিড়াল, ১টি বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে। এ ছাড়াও এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান, একটি দোকান থেকে ২০টি টিয়া, ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্য প্রাণী উদ্ধার করা হয়।

এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বন অধিদপ্তর আরও কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আস সাদিক।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট