হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাংলা টিভির প্রতিনিধি সোহেল কিরণের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হামলাকারী আফজাল ও তার সহযোগী সাজু। আজ বিকেলে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তার করার জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আসামিরা আত্মগোপনে থাকায় তাদের খুঁজে পেতে সময় হয়। সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আসামিদের বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত ৩ এপ্রিল রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে সোহেলের ওপর হামলা চালায় আফজাল ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা সোহেলকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন সোহেলের ছোট ভাই সাংবাদিক শাহেল মাহমুদ রূপগঞ্জ থানায় মামলা করেন।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু