হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাংলা টিভির প্রতিনিধি সোহেল কিরণের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হামলাকারী আফজাল ও তার সহযোগী সাজু। আজ বিকেলে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তার করার জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আসামিরা আত্মগোপনে থাকায় তাদের খুঁজে পেতে সময় হয়। সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আসামিদের বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত ৩ এপ্রিল রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে সোহেলের ওপর হামলা চালায় আফজাল ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা সোহেলকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন সোহেলের ছোট ভাই সাংবাদিক শাহেল মাহমুদ রূপগঞ্জ থানায় মামলা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন