হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের তিন দিন পর হুমায়রা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠবাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হুমায়রা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে স্থানীয় মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহত শিশুর পিতা দুলাল মিয়া জানান, গত সোমবার বড় ছেলে সজীবের স্ত্রী বৈশাখীর সঙ্গে তাঁর মেয়ে হুমায়রা বের হয়। এরপর আর বাসায় ফিরে আসেনি। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। আত্মীয়স্বজনের বাড়িতে এবং আশপাশে সন্ধান করেও তাকে খুঁজে পাননি। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। আজ সকালে পার্শ্ববর্তী নয়াগাঁও গ্রামের একটি কাঠবাগানে স্থানীয় এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে তাঁদের খবর দেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে নিহতের ভাই সজীব, ভাবি বৈশাখী ও সজীবের শাশুড়ি সেতারা বেগমকে আটক করেছে সোনারগাঁ থানার পুলিশ। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ