হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, ইউপি সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। আহতের ছোট ভাই জাকির হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়াসহ ২৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন। 

মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে। নামীয় বাকি আসামিরা হলেন মাসুদ, ইমরান, হাবিব, হাবিবুর, শাহজালাল, সোহাগ, ইমন, সোহেল, সাব্বির, গোলাম রসুল, শামীম মোল্লা, মনির হোসেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি বলেন, হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

গত সোমবার রাতে দেলোয়ার হোসেন দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বালিয়াপাড়া এলাকায় মুখোশ পড়া একদল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা