হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারগিস আক্তার (৩০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি আদমজি ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে চিটাগাং রোড পারহাউজের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নারগিস আক্তারকে হাসপাতালে নিয়ে আসা পোশাক কারখানার সিনিয়র ম্যানেজার রেদোয়ান মোর্শেদ জানান, নিহত নারগিস আদমজি ইপিজেডের ইপিক গ্রুপে অপারেটরের কাজ করতেন। সকালে বাসা থেকে ইজিবাইকে করে পোশাক কারখানায় আসার সময় চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে যায়। চিটাগাং রোড পারহাউজের সামনে এলে ইজিবাইক থেকে পড়ে যান তিনি। পরে পথচারীরা তাঁকে স্থানীয় আলিফ মেডিকেলে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত নারগিসের ভাই মো. মামুন ইসলাম জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। বর্তমানে চিটাগাং রোডের সাত্তরনগর এলাকায় থাকতেন। আদমজী ইপিজেডে একটি গার্মেন্টসে চাকরি করতেন নারগিস। সকালে বাসা থেকে কর্মস্থলে আসার পথে দুর্ঘটনার শিকার হন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট